বিশ্বকাপে বাংলাদেশের যে কয়টি সুখস্মৃতি রয়েছে, তার মাঝে উজ্জ্বলতম স্মৃতিটি পাকিস্তানের বিপক্ষে। ১৯৯৯ বিশ্বকাপের সেই অবিশ্বাস্য জয় এখনও অনুপ্রেরণা যোগায় বাংলাদেশকে। আজ ইডেন গার্ডেনসে সাকিবদের প্রতিপক্ষ আবারও সেই পাকিস্তান। পয়েন্ট তালিকার তলানিতে থাকা বাংলাদেশের সেমির আশা শেষ হয়ে গেলেও চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রাখতে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের।
মঙ্গলবার (৩১ অক্টোবর) এমন অবস্থায় ইডেন গার্ডেন্সে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। একাদশে এসেছে এক পরিবর্তন। বাদ পড়েছেন শেখ মেহেদি। তার জায়গায় ফিরেছেন তাওহীদ হৃদয়।
মাঠে ও মাঠের বাইরের নানা সমালোচনায় জর্জরিত বাংলাদেশ দলের সেমিফাইনালের স্বপ্ন আগের ম্যাচেই শেষ। কিছুদিন আগেই জানা গেছে, বিশ্বকাপের সেরা ৮ দল খেলবে চ্যাম্পিয়নস ট্রফিতে। এই মুহূর্তে বাংলাদেশ দলের অবস্থান ২ পয়েন্ট নিয়ে ৯ম স্থানে। চ্যাম্পিয়নস ট্রফির আশা বাঁচিয়ে রাখতে বাকি তিন ম্যাচের দুটিতে জিততেই হবে বাংলাদেশকে। শেষ ম্যাচটি অস্ট্রেলিয়ার বিপক্ষে হওয়ায় পাকিস্তান ও শ্রীলংকার বিপক্ষে জয়টা খুব করেই চাচ্ছে বাংলাদেশ। সাম্প্রতিক পারফরম্যান্স হতাশাজনক হলেও আজ বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, এমন প্রত্যাশাই রাখছেন সমর্থকরা।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।
পাকিস্তান একাদশ: ফখর জামান, আব্দুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, উসামা মির, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।