লক্ষ্মীপুরে কোরানখানি, দোয়া ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় টিভি চ্যানেল নিউজ টুয়েন্টিফোরের জম্মদিন পালন করা হয়েছে। চ্যানেলটির ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে শুক্রবার (২৮ জুলাই) সকালে শহরের অন্ধ কল্যাণ হাফিজিয়া মাদ্রাসায় এ আয়োজন করা হয়।
এসময় দেশ ও মানুষের কল্যাণে নিয়োজিত বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ নিউজ টুয়েন্টিফোরের সম্বৃদ্ধিসহ আরো সফলতায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল মোহাইমেন।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল, সমাজকর্মী ইসমাইল হোসেন প্রমুখ। পরে দৃষ্টি প্রতিবন্ধী ৩০জন হাফেজের মাঝে খাবার বিতরণ করেন অতিথিরা।
মন্তব্য করুন