বিএনপির ডাকা দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টা সড়ক অবরোধ চলাকালে খাগড়াছড়ির আলুটিলায় ট্রাকে আগুন, গাছ ফেলে সড়ক অবরোধ করার চেষ্টা কালে পুলিশের সাথে পিকেটারদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ির আলুটিলায় নামক এলাকায় একটি ট্রাকে আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটে।
এদিকে অবরোধের সমর্থনে দুপুর ১২টার দিকে জেলা মহিলা দল পানখাইয়া পাড়া সড়কে মিছিল বের করে। বিএনপির নেতাকর্মীরা অবরোধের সমর্থনে রাস্তায় গাছের গুড়ি ফেলে, টায়ারে আগুন লাগিয়ে বড় বড় গাছ ফেলে অবরোধ সফল করার চেষ্টা করছে বলে খবর পাওয়া গেছে।তবে অবরোধের কারণে আভ্যন্তরীণ রোড়ে সিএনজি, মোটরসাইকেল চলাচল করলেও দূর-পাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
খাগড়াছড়ি জেলা বিএনপির মিডিয়ার তথ্য অনুযায়ী জানা যায়, চলমান আন্দোলনে ৮টি মামলায় জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়াসহ ৮ উপজেলায় ৩ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে অন্তত ৫২ জন নেতাকর্মী।
আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, খাগড়াছড়ির বিভিন্ন সড়কে জনগনের জান ও মালের নিরাপত্তায় অবরোধের পিকেটিং করতে পারে এমন স্থান গুলোতে পুলিশের পাশাপাশি বিজিবি, সদস্যদের টহল দিতে দেখা গেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।