মানিকগঞ্জের ঘিওরে ৪৪তম খাজা মঈনুদ্দিন চিশতি (রা:) পবিত্র বাৎসরিক ওরশ মোবারক ও বাউল মেলা শুরু হয়েছে। উপজেলার ঘিওর ইউনিয়নের উপজেলা পরিষদ সংলগ্ন হযরত ইনছান আলী চিশতির আঙিনায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সন্ধ্যায় ওরশ উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও শিন্নী বিতরন করা হয়। এরপর পরিবেশিত হয় ধর্মীয় ও ভাব বৈঠকী সংগীত।
মাজার কমিটির সভাপতি মোঃ আমিরুল ইসলাম খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- কমিটির সাধারন সম্পাদক মো: ছানোয়ার খান, খাদেম মো: সাগর মোল্লা, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন আল চিশতি প্রমুখ। চারদিনব্যাপী এই বাউল মেলা শেষ হবে আগামী ৭ নভেম্বর।
অনুষ্ঠানের মধ্যে দেশ সেরা শিল্পীদের পরিবেশনায় রয়েছে বাউল গান, বিচার গান ও লালন সংগীত। এই মেলাকে ঘিরে আশেপাশের মানুষের মাঝে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। মেলার আঙিনা জুড়ে বসেছে হরেক রকমের দোকানপাট।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।