রাজধানীর গুলিস্তানে আজ সোমবার বেলা দুইটার যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসটির সব কটি আসন পুড়ে গেছে। তবে কারও হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহযোগিতায় আগুন নিভিয়েছে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তর জানায়, গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে বিকল্প অটো সার্ভিস নামের যাত্রীবাহী একটি বাসে দুর্বৃত্তের আগুন দেওয়ার বিষয়ে আজ বেলা ২টা ৫ মিনিটের দিকে তারা তথ্য পায়।
বিএনপির দ্বিতীয় দফার অবরোধের শেষ দিন আজ। গতকাল রোববার ছিল প্রথম দিন। গতকাল ভোর ৪টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সারা দেশে ১৩টি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।