মানিকগঞ্জের ঘিওরে ভোট প্রার্থনা কর্মীদের নিয়ে দিনব্যাপী ক্যাম্পেইন "রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইন" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ নভেম্বর) ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই ক্যাম্পেইন প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম মিয়া মিন্টুর সভাপতিত্বে এ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের এমপি আলহাজ্ব নাঈমুর রহমান দূর্জয়।
এসময় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পেইনের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ ইসমাইল হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান আলাই জেলা যুব লীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, ডি এন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান শিকদারসহ বিভিন্ন জনপ্রতিনিধি।
এসময় নাঈমুর রহমান দূর্জয় এমপি বলেন- আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক ভোটারের দোরগোড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মসূচি, ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা ও ভোটারদের ভোট কেন্দ্রে আনতে উৎসাহ দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। এই কার্যক্রমের অংশ হিসেবে ভোট প্রার্থনা কর্মীর ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।