dailynobobarta logo
আজ শনিবার, ২৯ জুলাই ২০২৩ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

বিকেলে জরুরি বৈঠকে বসছে আওয়ামী লীগ

প্রতিবেদক
দৈনিক নববার্তা ডেস্ক
শনিবার, ২৯ জুলাই ২০২৩ | ৩:০০ অপরাহ্ণ
আওয়ামী লীগ

বিএনপি ও যুবলীগের পাল্টাপাল্টি কর্মসূচির দিন জরুরি যৌথসভা ডেকেছে আওয়ামী লীগ। আজ শনিবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই যৌথসভায় আওয়ামী লীগের নির্ধারিতসংখ্যক নেতা, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।

সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ের শনিবার ঢাকার প্রতিটি প্রবেশপথে পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ সকল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয় দলের নেতাকর্মীরা। এ সময় দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এদিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ রাজপথে নেমেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা। শনিবার (২৯ জুলাই) সকাল থেকেই গাবতলীসহ ঢাকার গুরুত্বপূর্ণ চার প্রবেশপথে দেখা যায় তাদের।

এমন পাল্টাপাল্টি কর্মসূচির দিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা পরিস্থিতি অবজার্ভ করছি।’

মন্তব্য করুন
Daily Nobobarta | Website | + posts

'সত্য প্রকাশে আপোসহীন দৈনিক' স্লোগান সংবলিত দৈনিক নববার্তা'য় থাকছে দেশের ৬৪ জেলার ৪৯৫ উপজেলার খবর।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
x

সর্বশেষ - মানিকগঞ্জ