মানিকগঞ্জের ঘিওরে মোহাম্মদীয়া দরবার শরীফে ৫০তম বার্ষিক ওরশ মোবারক ও বাউল মেলা শুরু হয়েছে। উপজেলার পয়লা ইউনিয়নের বেগুন নারচী সার্বজনীন মোহাম্মদীয়া তরিকতের প্রবর্তক ইমাম শাহ্ ফজর আল মোহাম্মদী (শাহ্ কালু পাগলের) আঙিনায় পাক পাঞ্জাতনের স্মরণে ৫০তম বাৎসরিক মেলা অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার সন্ধ্যায় ওরশ উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও শিন্নী বিতরনণ করা হয়। চারদিনব্যাপি এই বাউল মেলা শেষ হবে আগামী ২০ নভেম্বর। দেশ সেরা শিল্পীদের পরিবেশনায় রয়েছে বাউল গান ও বিচার গান। এই মেলাকে ঘিরে আশেপাশের মানুষের মাঝে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। মেলার আঙিনা জুড়ে বসেছে হরেক রকমের দোকানপাট।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিল্পপতি ও সহ-সভাপতি মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ গোলাম মনির হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ্ব গোলাম মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এহতেশাম হোসেন খান ভুনু, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো: আমিরুজ্জামান খান মুরাদ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।