মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের চরবাইলজুড়ি পঞ্চরাস্তা মোড় নামক স্থানে ভাড়া বাড়িতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী হচ্ছে শিশুদের জন্য তৈরী বিশেষ বেকারি খাদ্য। কোন লেভেল ছাড়াই বাজারে বিক্রি হচ্ছে এসব নকল শিশুতোষ খাদ্য পণ্য।
স্থানীয়দের অভিযোগ, লাইসেন্স বা বিএসটিআই এর অনুমোদন ছাড়াই গড়ে তোলা হয়েছে অবৈধ খাদ্য তৈরীর কারখানা। কফিল নামের এক অসাধু ব্যবসায়ী নকল মোড়কে তৈরী করছে বিভিন্ন প্রকারের বেকারি শিশু খাদ্য সামগ্রী।
সোমবার (২০ নভেম্বর) রাতে সরেজমিনে দেখা যায়, কফিল ও তার কর্মচারীরা মিলে বেকারির তৈরি রুটি ও বিস্কুট বাজারজাত করার জন্য প্যাকেট জাত করছে। পাশেই দেখা যায় পচা, মাছি ও মশা পিপড়া যুক্ত বিভিন্ন উপকরণ। যা শিশু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
ক্ষতিকর নকল খাদ্য পণ্য তৈরীর এই কারখানাটি, সরকারী নিয়মনীতির তোয়াক্কা না করেই উপজেলা সদর থেকে মাত্র এক কিলোমিটার দূরে পয়লা ইউনিয়নের চরবাইলজুড়ি পঞ্চরাস্তা মোড়ে গড়ে উঠেছে। স্থানীয় একটি প্রভাবশালী চক্রকে হাত করে অবৈধ খাদ্য দ্রব্য তৈরীর কারখানা চালিয়ে যাচ্ছে কফিল।
এ বিষয়ে উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মোঃ মোয়াজ্জেম হোসেনের সাথে কথা বললে তিনি দৈনিক নববার্তাকে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএসটিআই ও পঁচা দ্রব্য দিয়ে শিশু খাদ্য তৈরীর কথা জানতে চাইলে কফিল বলেন- কারখানার এখনো কোনো অনুমোদন পাইনি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।