মানিকগঞ্জ ঘিওর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে তেরশ্রী গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষ্যে বুধবার সকালে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
পুষ্পস্তবক অর্পণ শেষে স্মৃতিস্তম্ভের সামনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ঘিওর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক রেহেনা আক্তার, জেলা আওয়ামী লীগেরসভাপতি মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম মহিউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় সার্কেল মারুফা নাজনীন, ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধাগন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধ চলাকালে নভেম্বরের ২২ তারিখ পাক হানাদার বাহিনী তেরশ্রী গ্রামের জমিদার সিদ্ধেশ্বরী প্রসাদ রায় চৌধুরীসহ ৪৩ জনকে নির্মমভাবে হত্যা করে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।