দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করতে সিলেটসহ কয়েকটি বিভাগ সফর করবেন নির্বাচন কমিশনাররা।
গত মঙ্গলবার (২১ নভেম্বর) এ সংক্রান্ত একটি অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।
জানা গেছে, কমিশনাররা খুলনা, রাজশাহী ও সিলেট বিভাগে সফর করে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। ২২ ও ২৩ নভেম্বর মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুর সফর করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।
২৩ ও ২৪ নভেম্বর সিলেট ও মৌলভীবাজার সফর করবেন কমিশনার মো. আনিছুর রহমান।আর কমিশনার বেগম রাশেদা সুলতানা ২৬ থেকে ২৯ নভেম্বর রাজশাহী বিভাগ সফর করবেন।
উল্লেখ্য, নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৩০ নভেম্বর এবং মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।