শেরপুরের শ্রীবরদীতে নলকূপের ডোবায় পড়ে ইয়াছমিন (দেড় বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ই নভেম্বর) দুপুর ১টা দিকে শ্রীবরদী উপজেলার সদর ইউনিয়নের বালুঘাট গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের মোজাম্মেল এর ছোট মেয়ে। তিন সন্তানের মধ্যে ইয়াছমিন ছিলো তৃতীয়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে সবার অগোচরে হাঁটতে হাটঁতে নানার বাড়িতে যাচ্ছিল শিশুটি। পথিমধ্যেই এক নলকূপের ডোবা ছিলো সেখানে পড়ে যায় শিশু ইয়াসমিন। এদিকে শিশুকে বাড়িতে অনুপস্থিতি দেখে বাড়ির আশেপাশে খোঁজাখোঁজির পর ওই ডোবায় শিশুটিকে পরে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নিহতের নানা কুব্বাছ মিয়া জানান, ইয়াছমিন আমার ছোট নাতি দুপুরে আমাদের বাড়িতে আসার পথে ডোবায় পড়ে যায়। আমি খবর পেয়ে দৌড়ে এসে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই। নাতি ইয়াসমিনকে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় নিহত শিশুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটিকে রাত ৮টায় নিজ বাড়িতে দাফন করা হবে বলে জানা যায়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।