dailynobobarta logo
আজ শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ | ১১ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
 1. অন্যান্য
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. খেলাধুলা
 5. গণমাধ্যম
 6. ধর্ম
 7. প্রযুক্তি
 8. বাংলাদেশ
 9. বিনোদন
 10. বিশেষ নিবন্ধ
 11. লাইফস্টাইল
 12. শিক্ষা
 13. শিক্ষাঙ্গন
 14. সারাদেশ
 15. সাহিত্য

রাজশাহীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৫

প্রতিবেদক
হাবীব জুয়েল, রাজশাহী ব্যুরো
শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ | ৫:০৬ অপরাহ্ণ
রাজশাহীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৫

রাজশাহীতে ট্রাকের বেপরোয়া গতিতে ৫ জন সিএনজি যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) দুপুর দুপুর ২টায় বেলপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ২ নারীসহ জন ৫ জন নিহত হন। আহত হয়েছেন অন্তত ৭ জন।

নিহতরা হলেন- নাটোরের গুরুদাসপুর এলাকার হাসান আলীর স্ত্রী পারভিন বেগম (৩৫), একই উপজেলার আবু সাইদের মেয়ে এইচএসসির শিক্ষার্থী শারমিন (১৭), কান্তপুর এলাকার ইনসাব আলীর ছেলে আইয়ুব আলী লাবু (৩৫), রাজশাহীর কাটাখালি সিটি গেট এলাকার রিপনের ছেলে হৃদয় (১৮)। এছাড়া ৪০ বছর বয়সী এক যুবক। তিনি সিএনজি চালক হতে পারেন বলে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন।

রফিকুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী এ প্রতিবেদককে জানান, বাইপাস হয়ে পাবনা যাচ্ছিল একটি ট্রাক। ট্রাকে টিসিবির পণ্য ছিল। বিপরীত দিক থেকে একটি সিএনজি রাজশাহী শহরে যাচ্ছিল। এতে চালকসহ ৬ জন ছিলেন। এসময় বেপরোয়া ট্রাকটি দোকানে ঢুকে গিয়ে দোকানি ও সিএনজিসহ পাশের গর্তে ঢুকে যায়।

তিনি বলেন, ট্রাকটি উচ্চ গতিতে চলছিল। দোকানদারের নাম দেলোয়ার। তিনি মারা যায়নি। তবে আহত হয়েছেন। টিসিবির পণ্যবাহী ট্রাকে তপন কুমার সাহা ছিলেন। তিনি বলেন, টিসিবির মাল নিয়ে পাবনার সুজানগর যাচ্ছিলাম আমরা। কীভাবে কী হলো, কিছুই বুঝতে পারলাম না। পরে দেখি আমরা গর্তের ভেতর। পরে উঠে আসি এবং হেলপার চলে গেছে। চালক আহত হয়েছেন। আমি ভাগ্যক্রমে বেঁচেছি।

আরএমপির বেলপুকুর থানার ওসি মামুনুরু রশীদ মামুন বলেন, আমরা স্পটে আছি। উদ্ধার৷ কাজ চলছে। বিস্তারিত পরে জানাতে পারব।

সর্বশেষ - মানিকগঞ্জ