dailynobobarta logo
ঢাকারবিবার , ২৬ নভেম্বর ২০২৩
 1. অন্যান্য
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. খেলাধুলা
 5. গণমাধ্যম
 6. ধর্ম
 7. প্রযুক্তি
 8. বাংলাদেশ
 9. বিনোদন
 10. বিশেষ নিবন্ধ
 11. লাইফস্টাইল
 12. শিক্ষা
 13. শিক্ষাঙ্গন
 14. সারাদেশ
 15. সাহিত্য

পিরোজপুরে অনার্স পড়ুয়া ছা‌ত্রের আত্মহত্যা

সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২৩ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

আমা‌কে আর ফেসবু‌কে অনলাইনে দেখা যা‌বে না। সবাই ভাল থাক‌বেন। আমা‌কে ক্ষমা কর‌বেন- সামা‌জিক যোগাযোগ মাধ্যম ফেসবু‌কে এমন স্টাটার্স দি‌য়ে পি‌রোজপু‌রের মঠবা‌ড়িয়ায় তন্ময় মিত্র না‌মের এক ক‌লেজ পড়ুয়া ছা‌ত্র আত্মহত্যা ক‌রে‌ছে।

গত শ‌নিবার রা‌তে তা‌দের নব নি‌র্মিত টি‌নের ঘ‌রের আড়ায় ফাঁস লা‌গি‌য়ে তন্ময় আত্মহত্যা ক‌রে। ‌নিহত তন্ময় উপ‌জেলার ধানীসাফা ইউ‌নিয়‌নের ফুলঝু‌রি গ্রা‌মের নিরঞ্জন মি‌ত্রের ছে‌লে ও মঠবা‌ড়িয়া সরকারী ক‌লে‌জের অনার্স প্রথম ব‌র্ষের ছাত্র।

নিহতের বাবা নিরঞ্জন মিত্র জানান, শ‌নিবার বি‌কেল থে‌কেই ছে‌লে‌কে দেখ‌তে না পে‌য়ে মু‌ঠো‌ফো‌নে ক‌য়েকবার ফোন ক‌রলে ফোন‌টি বন্ধ পাই। সন্ধ্যা গ‌ড়ি‌য়ে এ‌লেও ছে‌লের কোন খবর না পে‌য়ে ওর (তন্ম‌য়ের) ক‌য়েকজন বন্ধুর সা‌থে যোগা‌যো‌গের চেষ্টা ক‌রেও কোন খবর পাই‌নি। এরপর ছে‌লে‌কে বার বার ফোন কর‌তে কর‌তে খুজ‌তে বের হই। প‌রে আ‌মার বা‌ড়ির কা‌ছেই নতুন এক‌টি টি‌নের ঘর তু‌লে‌ছি সেখা‌নে লাইট জ্বল‌তে দে‌খে ঘ‌রের কা‌ছে যাই। দরজা ভিতর থে‌কে দেয়া থাকায় ছে‌লে‌কে ডাকাডা‌কি ক‌রি। কোন সারা না পে‌য়ে টি‌নের ফাকা দি‌য়ে ভিত‌রে তা‌কি‌য়ে ছে‌লের পা ঝুল‌তে দে‌খি। প‌রে জানালা ‌ভে‌ঙে ঘ‌রে ঢু‌কে ছে‌লে‌কে ঝুলন্তাবস্থায় উদ্ধার ক‌রি।

মঠবা‌ড়িয়া থানার অ‌ফিসার ইনচার্জ তন্ম‌য়ের ফেসবু‌ক স্টাটার্স এর সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, প্রাথ‌মিকভা‌বে ধারনা করা হ‌চ্ছে হতাশাগ্রস্থ থে‌কেই সে আত্মহত্যা ক‌রেছ। খবর পে‌য়ে রা‌তেই লাশ উদ্ধার ক‌রা হয়। ময়নাতদ‌ন্তের জন্য র‌বিবার সকা‌লে জেলা ম‌র্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি
+ posts

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।