দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ত্রিশালের প্রার্থীদের যাচাই বাছাইয়ে এক ভিক্ষুক, এক মোটর মেকানিকসহ চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করে ৩৭৭ ভোট পাওয়া আলোচিত সেই ভিক্ষুক স্বতন্ত্র প্রার্থী আবুল মুনসুর ফকির, মোটর মেকানিক বাবুল আহাম্মেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান খান ও মুক্তিজোট মনোনীত প্রার্থী বাদশা দেওয়ান।
রবিবার (০৩ ডিসেম্বর) যাচাই বাছাইয়ে প্রার্থীদের নূন্যতম ১% ভোটের গরমিল থাকায় তাদের প্রার্থিতা বাতিল করা হয়। ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের মধ্যে শনিবার ও রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমানের নেতৃত্বে মনোনয়ণপত্র যাচাই বাছাই করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।