dailynobobarta logo
ঢাকামঙ্গলবার , ১ আগস্ট ২০২৩
 1. অন্যান্য
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. খেলাধুলা
 5. গণমাধ্যম
 6. ধর্ম
 7. প্রযুক্তি
 8. বাংলাদেশ
 9. বিনোদন
 10. বিশেষ নিবন্ধ
 11. লাইফস্টাইল
 12. শিক্ষা
 13. শিক্ষাঙ্গন
 14. সারাদেশ
 15. সাহিত্য

বাবার সাথে মাছ ধরতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

Link Copied!

ময়মনসিংহের ভালুকায় বাবার সাথে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে সাকিব (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) তার লাশ উদ্ধার করা হয়। এর আগে সোমবার দুপুরে উপজেলার কাইচান গ্রামের খিরু নদীতে সাকিব নিখোঁজ হলেও উদ্ধার করতে পারেনি স্বজন কিংবা ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহত সাকিব কাইচান গ্রামের পাঠকবাড়ির সফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সফিকুল ইসলাম ছেলে সাকিবকে নিয়ে বাড়ির কাছেই বিরুনীয়া পাঁচবাকা নামক স্থানে খিরু নদীতে মাছ ধরতে যান। পরে ছেলেকে বাড়ি চলে যেতে বলে তিনি মাছ ধরতে নদীর অপর পাড়ে চলে যান। বাড়ি ফিরে ছেলেকে না পেয়ে নদীর পাড়ে খুঁজতে যান সফিকুল। নদীতে ডুবে যাওয়ার সন্দেহ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। সন্ধ্যায় ফায়ার সার্ভিসের লোকজন খোঁজাখুঁজি করেও সাকিবের সন্ধান পায়নি। মঙ্গলবার সকালে সেখানে তার লাশ ভেসে উঠলে স্থানীরা সেটি উদ্ধার করে।

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিরাজুল ইসলাম জানান, রাতে অনেক চেষ্টা করেও উদ্ধার করা সম্ভব হয়নি। সকালে লাশ ভেসে উঠলে স্থানীয়রা সেটি উদ্ধার করে।

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি | Website | + posts

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।