dailynobobarta logo
ঢাকাবুধবার , ৬ ডিসেম্বর ২০২৩
 1. অন্যান্য
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. খেলাধুলা
 5. গণমাধ্যম
 6. ধর্ম
 7. প্রযুক্তি
 8. বাংলাদেশ
 9. বিনোদন
 10. বিশেষ নিবন্ধ
 11. লাইফস্টাইল
 12. শিক্ষা
 13. শিক্ষাঙ্গন
 14. সারাদেশ
 15. সাহিত্য

জারা মনি-আনান খান জুটির নতুন গান ‘কুঞ্জ রইলাম’

রিয়েল তন্ময়, বিনোদন প্রতিবেদক
ডিসেম্বর ৬, ২০২৩ ১১:২৩ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি পুবাইল, গাজিপুরের ‘বিলবিলা’ শুটিং হাউজের মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে নতুন মিউজিক্যাল ফিল্ম ‘কুঞ্জ রইলাম’। গানটি লিখেছেন সোহেল খান এবং সুর ও সঙ্গীত করেছেন এইচ আর ফারতিন খান। গানটিতে কন্ঠ দিয়াছেন কন্ঠশিল্পী লায়লা। মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন নির্মাতা আরিয়ান। মডেল হিসাবে কাজ করেছেন জারা মনি ও আনান খান।

মডেল ও অভিনেত্রী জারা মনি বলেন, কণ্ঠশিল্পী লায়লার গাওয়া গানটি অসাধারণ। এছাড়া মডেল আনান খানের সাথে জুটি বেঁধে প্রথম কাজ করলাম। গানটি ভিডিও নির্মান করেছেন নির্মাতা আরিয়ান। আমার বিশ্বাস তার সুনিপুণ অভিনয় দর্শকদের কাছে আলাদাভাবে প্রশংসা কুড়াবে। আর দর্শকরা ভালোভাবে গানটি গ্রহণ করলেই আমাদের সার্থকতা।

মডেল ও অভিনেতা আনান খান বলেন, জারা মনির সাথে প্রথমবার মিউজিক্যাল ফিল্মে কাজ করলাম। তাছাড়া গানটি খুবই ভালো লেগেছে সুর ও সংগীতায়োজন অসাধারণ। নির্মাতা যত্ন নিয়েই গানটি নির্মান করেছেন গাজিপুরের মনোরম লোকেশনে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।

নির্মাতা আরিয়ান বলেন, ‘কুঞ্জ রইলাম’এই গানটিতে একটু অন্যরকম কিছু আছে। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে এর ভিডিওটি নির্মাণ করেছি৷ ভালো একটি কাজ হয়েছে। আশা করছি সবার গানটি ভালো লাগবে। শিঘ্রই এসএলকে মিউজিক ইউটিউব চ্যানেলে মিউজিক্যাল ফিল্মটি মুক্তি পাবে।

রিয়েল তন্ময়, বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক | Website | + posts

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।