পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বুধবার সকালে (১২ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইন উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. স্বজল মোল্লা।
কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সহধর্মিনী কৃষিবিদ চাঁদ সুলতানা জুঁই।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন- এমটি ইপি আই আনিসুল হক। উপজেলার ১২২টি কেন্দ্রে ৭ হাজার ৮ শত ৫৬ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিটি শিশুকে আমাদের যত্ন সহকারে লালন-পালন করতে হবে। শিশুরাই হলেন জাতির ভবিষ্যৎ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।