জামালপুরে জাতীয় গোয়েন্দা সংস্থার ফিল্ড অফিসার পরিচয়ে তথ্য সংগ্রহের সময় স্থানীয় যুবকদের ধাওয়া খাওয়া আনিছুর রহমান (১৯) নামে এক যুবক পুলিশের হাতে আটক হয়েছেন।
ভুয়া পরিচয়দানকারী আনিছুর রহমান ইসলামপুর উপজেলার দক্ষিণ দরিয়াবাদ এলাকার আব্দুস সাত্তারের ছেলে। আটকের পর তার বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ।
গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ভুয়া ওই গোয়ান্দাকে সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের মিরিকপুর টিংলা টেকি এলাকা থেকে আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, আনিছুর রহমান সদর উপজেলার মিরিকপুর টিংলা টেকি খালপাড় এলাকায় জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচয়ে তথ্য সংগ্রহ করছিলেন। এ সময় সময় স্থানীয় ক'জন যুবকের সঙ্গে তার তর্কবিতর্ক হয়। পরিচয় সন্দেহজনক হওয়ায় তাকে ধাওয়া করে উত্তেজিত যুবকরা। ধাওয়া খেয়ে তিনি স্থানীয় শাহজাহান আলীর বাড়িতে উঠেন। সেখান থেকে পুলিশে খবর দেওয়া হয়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত কবির বলেন, ‘স্থানীয় লোকজন ভুয়া পরিচয়দানকারীকে আটক করে পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে তাকে আটক করে পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।'
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।