রাব্বু হক প্রধান, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ পৃথক জায়গা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটোয়ারী থানার (ওসি) তদন্ত সোহেল রানার দিক নির্দেশনায় এসআই দীনবন্ধু'র নেতৃত্বে একটি আভিযানিক দল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার তোড়িয়া ইউনিয়নের তোড়িয়া ধল্লীপাড়া কবরস্থান থেকে সুজন আলী (২৪) ব্যবসায়ীকে সাইত্রিশ বোতল ফেনসিডিলসহ হাতে নাতে আটক করা হয়। সুজন আলী ওই এলাকার মৃত ইব্রাহিম আলীর ছেলে।
অন্যদিকে বারোঘাটি তদন্তকেন্দ্রের আইসি মশিউর রহমানের নেতৃত্বে অপর একটি আভিযানিক দল একই দিনে রাত ৮টায় তোড়িয়া ইউনিয়নের শিমুল তলা গ্রামের পাকা রাস্তার উপর হতে মোঃ মিজান (৩৮) কে ১০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ১,১৪০/-(এক হাজার একশত চল্লিশ) টাকা ও একটি মোবাইল ফোনসহ হাতে নাতে আটক করা হয়। মিজান ওই এলাকার মোকছেদ আলীর ছেলে।
আটোয়ারী থানার (ওসি) তদন্ত সোহেল রানা জানান, ফেনসিডিল ও গাঁজাসহ আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।