সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল বেলা সাড়ে ১১টায় নগরীর রেজিস্টারি মাঠ থেকে শুরু হয়ে নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শোভাযাত্রা শেষ হয়।
এসময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমূখ।
অন্যদিকে বিকালে সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির ঘোষিত এক দফা দাবি আদায়ে বেলা দুইটায় নগরের রেজিস্টারি মাঠ থেকে পদযাত্রা কর্মসূচি হবে। কর্মসূচিতে সিলেটের সাধারণ মানুষের উপস্থিতি নিশ্চিত করার জন্য শুক্রবার রাতে দলীয় নেতা-কর্মীদের সভা থেকে আহ্বান জানানো হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।