চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউপি পরিষদের সাময়িক বরখাস্ত চেয়ারম্যান মোঃ শাহীদ রানা টিপু প্রশাসনের অনুমোদন ছাড়ায় ইউপি কার্যালয়ে প্রবেশ করে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন বলে অভিযোগ ওঠেছে।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে টিপু চেয়ারম্যান তার দলীয় লোকজনকে নিয়ে অত্র ইউনিয়ন পরিষদের কার্যালয়ে প্রবেশ করেন। এসময় সাময়িক বহিস্কৃত টিপু চেয়ারম্যান তার দলীয় লোকজন নিয়ে অত্র ইউপি কার্যালয়ে গরুর মাংশ,ভাত ও তরকারী রান্না করে খাওয়ালচ্ছেন বলে অভিযোগ ওঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহীদ রানা টিপুকে তাঁর চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল গত ৭-০৭-২০২৩ ইং তারিখ।
তারপর থেকেই ইউনিয়ন পরিষদের কার্যালয়ে তাকে আর দেখা যায়নি। হঠাৎ করেই সোমবার ২৫ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ সরকারি ছুটির দিনে ইউপি চেয়ারম্যান টিপু তার লোকজন নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে প্রবেশ করেন। এসময় কাউন্সিলের সামনে থাকা তার লোকজনদের তিনি বলেন, আমার বরখাস্তের নির্দেশনা উঠানো হয়েছে। এখন থেকে আর কোন সমস্যা নেই।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিপু চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ঢুকে তাঁর কক্ষে প্রবেশ করেন। এসময় টিপু চেয়ারম্যানের দলীয় লোকজন কার্যালয়েই গরুর মাংশ,ভাত ও তরকারী রান্না করে খাওয়া দাওয়া করেন।
এ সম্পর্কে টিপু চেয়ারম্যান বলেন, সবকিছুই ঠিকঠাক আছে, তাই ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এসে অফিস করছি। এখন থেকে আর কোন সমস্যা নেই, নিয়মিত অফিস করবো। গত রবিবার তিনি জন্ম নিবন্ধনের কাগজেও সই করেন।
স্থানীয় সরকারের উপ-পরিচালক উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও মুঠোফোনে প্রতিবেদককে বলেন, মন্ত্রণালয় থেকে এখনো কোনো কাগজ হাতে পাইনি, কাগজ হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে টিপু চেয়ারম্যানের বরখাস্তের নির্দেশনা জারি করা হয়েছিল। ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখের ৮৭৯ স্মারকের প্রজ্ঞাপনে জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়ছিল।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।