নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় মানিকগঞ্জ-১ আসনে মহাজোটের শরিক দল জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোঃ মাজহারুল ইসলাম রুবেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আয়োজনের সকল খাবার জব্দ করে এতিমখানায় পাঠিয়ে দেয়া হয়েছে।
আজ শনিবার দুপুর ১২ঘটিকার সময় দৌলতপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়। সেই বর্ধিত সভায় রিটার্নিং অফিসারের নিকট হতে অনুমতি নেয়ায় ও আচরণ বিধি লঙ্ঘন করায় মোবাইল কোর্টে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে জিয়নপুর ইউনিয়নের চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার অনুমতির দায়িত্ব একজনকে দেওয়া হয়েছিল। কিন্তু আবেদনটি নিবার্হী ম্যাজেস্টেটের কাছে না পৌঁছানোর কারনে ঘটনাটি ঘটেছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।