লক্ষ্মীপুর প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটারের কেন্দ্রে যাওয়ার মত পরিবেশ সৃষ্টি করতে প্রশাসনের প্রতি আহ্বান করেন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য স্বতন্ত্র (ট্রাক) প্রতীকের প্রার্থী এম.এ সাত্তার।
তিনি বলেন, তার প্রতিপক্ষ (নৌকার) প্রার্থীর সমর্থকরা এপর্যন্ত তার বেশকিছু সমর্থকদের শত বাধা বিপত্তি, মামলা,হামলা, ভাংচুর, বাড়ি-বাড়ি গিয়ে তার নেতাকর্মী ও সমর্থকদের হুমকি, ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে স্বতন্ত্র প্রার্থী সাত্তার লক্ষ্মীপুর প্রেস ক্লাব হল রুমে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন তিনি।
এ সময় ক্ষোভ প্রকাশ স্বতন্ত্র প্রার্থী বলেন, এখন থেকে ১০ থেকে ১২ মিনিট পূর্বে তার (ট্রাক) প্রতীকের এক সমর্থককে চরশাহী ইউনিয়নে মারধর করা হয়। হামলার সঙ্গে সরাসরি নৌকার প্রার্থীর লোকজনকে দায়ী করা হয়। উপস্থিত মোবাইল থেকে রক্তাক্ত যুবকের ছবি সাংবাদিকদের দেখানো হয়।
এম.এ সাত্তার ভোটারদের উদ্দেশ্য করে বলছেন, প্রচার-প্রচারণা
বাধাসহ নানামুখী সমস্যা সৃষ্টির পরও আমি আমার নির্বাচনী প্রচারণা যথাযথ নিয়ম মেনে সম্পন্ন করে যাচ্ছি। এজন্য আপনারা সাধারণ ভোটারা আপনাদের পরিবার-পরিজন নিয়ে আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্র গিয়ে আমার (ট্রাক) মার্কা একটি ভোট দেওয়ার জন্য আহবান করা হলো।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।