নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোট শুরুর পর সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি কম হলেও নির্বাচনী কর্মকর্তারা বলছেন, মধ্যাহ্নভোজের পর বাড়তে পারে ভোটারের সংখ্যা।
রোববার (৭ জানুয়ারি) দুপুরে ঢাকা-৭ আসনের নারী ভোটার কেন্দ্র আজিমপুর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি খুবই কম। অনেকটা অলস সময় পার করছেন নির্বাচনের দায়িত্ব নিয়োজিতরা। এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৪৮০ হলেও দুপুর দুইটা পর্যন্ত ভোট পরেছে দুইশ'র কাছাকাছি।
ঢাকা-৭ আসনে মোট প্রার্থী ছয়জন। তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী সোলায়মান সেলিম, জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ মিলন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. মাসুদ পাশা, জাসদের ইদ্রিস ব্যাপারি, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মোহাম্মদ আফসার আলী, সাংস্কৃতিক মুক্তিজোটের নুরজাহান বেগম।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।