উদীয়মান চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ এর সিনেমায় অভিনয় করবেন এক ঝাঁক আন্তর্জাতিক শিল্পী। ভারত, ইতালি, তুরস্ক ও বাংলাদেশী শিল্পীদের নিয়ে এই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা আসবে ২১ জানুয়ারী, কলকাতা থেকে।
মনজুরুল ইসলাম মেঘ এর কাহিনী ও চিত্রনাট্যে এই সিনেমায় অভিনয় করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, সুদক্ষ ভারতীয় চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, চিত্রকর সুদীপ রঞ্জন সরকার। সিনেমায় চিত্রকরের চরিত্রে তিনি অভিনয় করবেন। এই সিনেমার মধ্য দিয়ে বাংলাদেশে তাঁর অভিষেক হবে। সিনেমাটিতে সাইকো চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশী নির্মাতা তারেক আজিজ নিশক।
মনজুরুল ইসলাম মেঘ বলেন, সুদীপ রঞ্জন সরকার বাংলাদেশী সিনেমায় চিত্রকরের ভূমিকায় সুনিপুণ, মনোমুগ্ধকর অভিনয় দক্ষতা দিয়ে মন জয় করবে। তিনি বাস্তব জীবনে একজন বিশ্ব নন্দিত চিত্রকর। সিনেমাটির গল্প শুনে সুদীপ রঞ্জন সরকার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে সম্মত হয়েছেন। সাইকো চরিত্রে নিশক ভালো করবে। অন্যান্য শিল্পীর নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করবো।
মেঘ আরো জানান, নতুন এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের বাংলাদেশী প্রযোজক হিসেবে আছে সিনেমাকিং লিমিটেড। নন-ফিকশন যে চলচ্চিত্রের শুটিং চলছে সেটিও প্রযোজনা করেছে সিনেমাকিং লিমিটেড।
উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে গণতন্ত্রী পার্টির কবুতর মার্কা নিয়ে প্রতিযোগিতা করেছেন সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ। ভোটের মাত্র এক সপ্তাহ আগে প্রার্থীতা ফিরে পেয়ে ভোটের মাঠ গরম করেছেন। ভোটের রেশ কাটতে না কাটাতেই শুটিংয়ে ফিরেছেন এই তুর্কী তরুন। বর্তমানে ঢাকার অদূরে গাজীপুরে নন ফিকশন চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ততা কাটছে মেঘের। ২০ তারিখ শুটিং শেষ করে ২১ জানুয়ারি কলকাতার নন্দনে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবে মেঘ, সেখান থেকেই আন্তর্জাতিক এই সিনেমার বিষয়ে বিস্তারিত জানাবেন।
মনজুরুল ইসলাম মেঘ সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিষ্ঠাতা ও পরিচালক। এছাড়াও তিনি আন্তর্জাতিক জুরী, চিত্রনাট্যকার ও সাহিত্যিক। বাংলাদেশের খ্যাতিমান প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “ময়না” পরিচালনা করেছে মনজুরুল ইসলাম মেঘ। আগামি ভালোবাসা দিবসে ময়না মুক্তি পাবে, তথ্যটি নিশ্চিত করেছে প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।