মাঈন উদ্দীন, হোসেনাবাদ (কুষ্টিয়া): কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী গ্রাম হোসেনাবাদে করোনাকালীন সময়ে একঝাঁক তরুণ-যুবকদের প্রচেষ্টায় গড়ে ওঠে "আমরা দুস্থ অসহায় মানুষের পাশে" স্বেচ্ছাসেবী সংগঠন, যার সংক্ষেপ নাম ‘ADAMP’৷
সংগঠনটি এ পর্যন্ত ৪২৮ টি পরিবারকে খাদ্য সহায়তা, চিকিৎসাবাবদ নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছে এবং প্রতি বছর দু'বার ফ্রী মেডিক্যাল ক্যাম্প, ঘর মেরামত খরচ ও স্বাবলম্বী প্রকল্পের আওতায় দুস্থ পরিবারকে ছাগল উপহার দিয়ে আসছে। সংগঠনটির "ব্লাড ব্যাংক (ADAMP)" এর রয়েছে একঝাঁক রক্তযোদ্ধা, যারা প্রতিনিয়ত রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। বর্তমানে সংগঠনটির দায়িত্বে রয়েছেন ইঞ্জিনিয়ার আহসান হাবীব লাবলু (সভাপতি) ও মো. তৌহিদুল ইসলাম (সাধারণ সম্পাদক)।
সেই পরিক্রমায় এবারের ধেয়ে আসা শীতের তীব্রতা থেকে একটু উষ্ণতা দিতেই প্রায় শতাধিক শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে "ADAMP" পরিবার। গত ১৭ই জানুয়ারী বুধবারের দিনটি ছিল শীতার্ত অসহায় মানুষের জন্য অন্য রকম একটি দিন। "ADAMP" পরিবারের কম্বল পেয়ে উষ্ণতা নিয়ে বাড়ি ফিরে যায় তারা। ঘরে ঘরে খবর পৌঁছে গিয়েছিল আগেই। তাই সকাল হওয়ার তর সয়নি অনেকের। সকাল হতেই হোসেনাবাদ দক্ষিণপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে শীতার্ত মানুষের আনাগোনা শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে ভিড়। সংগঠনের সদস্যদের দেওয়া স্লিপ নিয়ে হাজির হতে থাকে স্কুলমাঠে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ কামরুল আহসান (প্রতিষ্ঠাতা সভাপতি, হযরত আবুবকর সিদ্দিক (রাঃ) কওমী মাদ্রাসা),মো: এনামুল হক (ইউপি সদস্য), মোঃ নাহিদুল ইসলাম (প্রধান শিক্ষক, হোসেনাবাদ দক্ষিণপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়), মোঃ জাহিদুল ইসলাম (সহঃ শিক্ষক, হোসেনাবাদ দক্ষিণ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়), মোঃ বাবলুর রহমান (উপদেষ্টা সদস্য, "ADAMP"), মোঃ হাসানুজ্জামান (সহ-সভাপতি, "ADAMP"), মোঃ মাসুদ হেলাল দুখু (সহ-সভাপতি, "ADAMP"), মোঃ বিপ্লব হোসেন (অর্থ সম্পাদক, "ADAMP") মোঃ শাহিদ আলম (সহ-প্রচার সম্পাদক, "ADAMP") সহ সংগঠনের একঝাঁক স্বেচ্ছাসেবক।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।