আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর বাসস্টেশন এলাকায় গড়ে ওঠা অবৈধ ১৫টি দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার ঘিওর বাসস্টেশনে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোহছেন উদ্দিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সূত্র জানায়, ঘিওর বাজারের ভেতরে চলাচলের জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলেন ১৫ ব্যাক্তি। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারের ভেতর গড়ে ওঠা দোকানপাট ভেঙে ফেলা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোহছেন উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে ব্যবসা পরিচালনা করায় বাজারের ভেতর যানজটের দৃষ্টি হয়। পথচারীদের হাঁটাচলায়ও বিঘ্ন ঘটে। তাই অভিযোগের ভিত্তিতে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।