মানিকগঞ্জের ঘিওরে হযরত শাহ্ মহির উদ্দিন ওয়ায়েছি দরবার শরীফে ৫ম বার্ষিক ওরশ মোবারক ও বাউল মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পয়লা ইউনিয়নের শাইলকাই ওয়ায়েছি দরবার শরীফে এ মেলা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সন্ধ্যায় ওরশ মোবারক উপলক্ষ্যে মিলাদ মাহফিল, শিন্নী বিতরন ও ভাব বৈঠকি গান পরিবেশিত হয়। এরপর অনুষ্ঠিত হয় দেশ সেরা শিল্পীদের বিচার গান ও গ্রাম বাংলার যাত্রা পালা।
এ সময় উপস্থিত ছিলেন- মাজার কমিটির গদ্দীনশীন মরিয়ম বেগম, মেলা উদযাপন কমিটির সভাপতি মোঃ রবিউল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মো: রকিবুল ইসলাম রকি মোল্লা, পরিচালক মোঃ নবীন আহমেদ, কোষাধক্ষ্য ছোরহাব খান ও সাংবাদিক আল মামুনসহ আশেকান ও ভক্তব্ন্দ। ৬ দিনব্যাপি এই বাউল মেলা শেষ হবে বুধবার ৩১ জানুয়ারি।
অনুষ্ঠানের মধ্যে দেশ সেরা শিল্পীদের পরিবেশনায় রয়েছে বাউল গান, বিচার গান ও গ্রাম্য সামাজিক যাত্রাপালা। এই মেলাকে ঘিরে আশেপাশের মানুষের মাঝে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। মেলার আঙিনাজুড়ে বসেছে হরেক রকমের দোকানপাট।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।