এবার ঢাকায় একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে শেরপুরের উদীয়মান লেখক হামিদা কায়সারের একক কাব্যগ্রন্থ ‘প্রার্থিত সুন্দর’। ‘প্রার্থিত সুন্দর’ বইটিতে ৬৪টি কবিতা রয়েছে। চমৎকার প্রচ্ছদ ও চার ফর্মার এই বইটি ‘বই বৈঠা’ প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে। এটি বাংলা একাডেমির একুশে বইমেলায় প্রকাশিত হবে। বইটির সম্পাদনা করেছেন লেখক শিহাব শাহরিয়ার।
হামিদা কায়সার ছোটবেলা থেকেই শান্ত স্বভাবের। নিজেকে আড়ালে রাখতেই বেশি পছন্দ করেন। বই পড়ার অভ্যাস ছোটবেলা থেকেই। সব ধরনের লেখাই তার পছন্দ। আগে থেকেই লেখার অভ্যাস থাকলেও ২০২০ সাল থেকে পুরোদমে লেখালেখিতে মনোনিবেশ করেন। ‘চিরকুট’ এ তার কবিতা প্রথম প্রকাশিত হয়। তিনি শেরপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘কালের ডাক’ এ নিয়মিত লিখছেন। লেখালেখির জন্য ইতোমধ্যে বেশ কয়েকটি সম্মাননা পেয়েছে তিনি।
শেরপুর সরকারি মহিলা কলেজ থেকে স্নাতক এবং ময়মনসিংহ সরকারি আনন্দমোহন বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে মাস্টার্স করেছেন তিনি। এরপর বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে বিএড ডিগ্রি সম্পন্ন করেন।
তার পিতা হানিফ মিয়া একজন সরকারি চাকরিজীবী ছিলেন। তার মা লিলি বেগম একজন গৃহিনী। তার স্বামী কায়সার রশিদ একজন ব্যবসায়ী এবং সুবর্ণ ও নৈপুণ্য নামে তার দু’জন কন্যা ও পুত্র সন্তান রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।