বেসরকারি টেলিভিশন একুশে টিভির নতুন ধারাবাহিক নাটক 'নিয়তি'। ড. শেখ মহ: রেজাউল ইসলামের রচনায় এবং সঞ্জীব দাসের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন পীরজাদা শহীদুল হারুন, ফারজানা আহসান মিহি, আশিক চৌধুরী, হান্নান শেলি, ড. শেখ মহ: রেজাউল, ড. মো. আবুল কালাম আজাদ, ড: মো. আমিনুর রহমান, শ্রাবন্তী সেলিনা, শেখ স্বপ্না, অপু আহমেদ, আফজাল কবির, জান্নাতুল শ্রাবন্তী, বিটলু শামীম, বাদল, সাব্বির, শিমুল, স্বর্না, অনিতা প্রমুখ।
নাটকটি নিয়ে নির্মাতা সঞ্জীব দাস বলেন, ড. শেখ মহ: রেজাউল ইসলাম সরকারের একজন সাবেক অতিরিক্ত সচিব। তার লেখা নাটক আগেও আমি করেছি। মানুষের জীবনের সুখ-দুঃখ, চিন্তা-চেতনা বিশেষ করে গ্রামীন জীবনের চরিত্রগুলি তিনি নিখুঁতভাবে তুলে ধরেন, যা সত্যি প্রশংসার দাবিদার। নিয়তি নাটকের গল্প আমাদের সমাজের সামাজিক বাস্তবতার গল্প।
এ নাটকে তুলে ধরেছেন একটি গ্রামের মেয়ে কত প্রতিকূলতার মধ্যে দিয়ে নিজেকে আলোকিত মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করেছেন। আশা করছি, নাটকটি দেখে দর্শকের ভালো লাগবে। এ নাটকে পরিপূর্ণ গ্রামীন জীবন দেখতে পাবেন।
তিনি জানান, নাটকটি প্রতি শনি, রোব, সোমবার রাত সাড়ে ৯টায় প্রচার হচ্ছে একুশে টিভিতে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।