dailynobobarta logo
ঢাকাবুধবার , ৯ আগস্ট ২০২৩
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

শাকিব-অপুকে নিয়ে ভাববার টাইম নেই : বুবলী

রিয়েল তন্ময়, বিনোদন প্রতিবেদক
আগস্ট ৯, ২০২৩ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

গত মাসে ছেলে আব্রাহাম খান জয়সহ সাবেক দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস যুক্তরাষ্ট্রে একত্রে সময় কাটানো গুঞ্জনের পালে আরও জোরে হাওয়া দিচ্ছে। এখনো এ বিষয়ে শাকিব মুখ না খুললেও ইনিয়ে-বিনিয়ে অপু কিন্তু মিলনের ইঙ্গিতই দিচ্ছেন।

এদিকে বিষয়টি নিয়ে কী ভাবছেন শাকিবের দ্বিতীয় স্ত্রী ও চিত্রনায়িকা শবনম বুবলী? শুরু থেকেই উৎসুক এই নায়িকার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। বুবলী বলেন- ‘আমার জীবনের প্রথম প্রায়োরিটি আমার সন্তান শেহজাদ। আমাকে তার মায়ের দায়িত্ব পালন করতে হয়, বাবার দায়িত্বও পালন করতে হয়। ওর টেককেয়ার করাই এখন আমার ব্যস্ততা। এর বাইরে আমি অন্য কিছু শুনছিও না, দেখছিও না, ভাবছিও না। এসব ব্যাপারে কথাও বলতে চাই না।’

তার কথার রেশ ধরে জিজ্ঞেস করা হয়, তবে কি শেহজাদের প্রতি দায়িত্ব পালন করছেন না বাবা শাকিব খান? এমন প্রশ্নের জবাবে বুবলী বলেন, ‘আমি যে বললাম, শেহজাদের জন্য আমাকে মায়ের দায়িত্ব পালন করতে হয়, বাবার দায়িত্বও পালন করতে হয়, এই কথাটার মধ্যে উত্তর আছে।’

বুবলী আরও বলেন, ‘শেহজাদের বিষয়টি সামনে আসার পর থেকে অনেকে অনেক কিছুই সামনে আনার চেষ্টা করেছে, এখনো করছে। তাই ওসব নিয়ে ভাবি না। এসব কারণেই এখন আমার সবকিছু ঘিরেই শেহজাদ। ও কীভাবে ভালো থাকবে, সুখে থাকবে, এটা নিয়েই ভাবি। নানা দিক থেকে নানা ধরনের কথা মিডিয়ায় ভেসে আসে। এসব বিষয়ের সঙ্গে শেহজাদ তো অভ্যস্ত না। এজন্য সে কীভাবে সুখী হবে, সেটাই আমার দেখার দায়িত্ব।’

রিয়েল তন্ময়, বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক | Website | + posts

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।