লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশর দায়ে বিজিবি কর্তৃক আটক। ১৩ ফেব্রুয়ারী রাত ০০২৫ ঘটিকার সময় হাবি: নং/৬৮৪১২ মোঃ বেলাল হোসেন তিস্তা-২ ব্যাটালিয়ান ৬১ বিজিবি লালমনিরহাটের সি-কোম্পানি, ধবলসুতি বিওপি সদস্য, সঙ্গীয় ফোর্সসহ সীমান্তবর্তী এলাকা সমূহে ডিউটি চলাকালীন সময়ে পাটগ্রাম থানাধীন বুড়িমারী ইউপিস্থ উফারমারা ষোলঘরিয়া মৌজার সীমান্ত পিলার নং ৮৩৪/এস যাহার জিআর নং-১৫৫৯৩৮, ম্যাপসিট নং-৭৭বি/১৪ আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একজন ভারতীয় নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে।
বিজিবি কর্তৃক আটককৃত ভারতীয় নাগরিকের নাম ও ঠিকানা : নামঃ শ্রী কৃষ্ণ কুমার (২০), পিতাঃ শ্রী রাজগীর, সাংঃ ধুমরিয়া, থানা : মধুবানী সদর, জেলা: মধুবানী, পশ্চিমবঙ্গ, ভারত।
আটককৃত ভারতীয় নাগরিককে বিজিবি লিখিত এজাহার দিয়ে পাটগ্রাম থানায় সোপর্দ করেন। বিজিবি কর্তৃক আটককৃত ভারতীয় নাগরিক বর্তমানে পাটগ্রাম থানা পুলিশ হেফাজতে আছেন।
পুলিশ কর্তৃক গৃহীত পাটগ্রাম থানায় মামলা নং-১১, তারিখঃ ১৩/০২/২০২৪ ইং। ধারাঃ ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১১(১) (ক)।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।