মানিকগঞ্জের ঘিওরে ৪ দিনব্যাপী ৭৬ তম ওরস ও বাউল মেলা অনুষ্ঠিত। এ উপলক্ষে উপজেলার পয়লা ইউনিয়নের বাঙ্গালা এলাকায় পরশ চাঁদ পাগলের মাজার শরীফে হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।
ওরস পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান ও মোঃ রবিউল ইসলাম বাবুর তত্ত্বাবধানে ৪ দিনব্যাপী এ মেলাটি উদ্বোধন করেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সালাউদ্দিন মাহমুদ জাহিদ।
গত শনিবার ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া ওই ওরস ও বাউল মেলা শেষ হবে বুধবার রাতে। পিরে কামেল পরশ চাঁদের ‘ওফাত দিবস’ উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়।
এদিকে ওরস ও বাউল আসরকে কেন্দ্র করে একটি মেলাও অনুষ্ঠিত হয়। সেখানে কুটির শিল্প, মৃৎশিল্প, কাঠ-বাঁশ ও মাটির তৈরি শিল্পসামগ্রী, মিষ্টির দোকানসহ নানা রকমারি পণ্য ছিল।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।