বাইফার বর্ষসেরা নারী ব্যবসায়ী পুরষ্কার জিতলেন নারী উদ্যোক্তা তানিয়া তাছলিমা। গত ২ মার্চ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরষ্কার তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তানিয়া তাছলিমা দেশের আর্থ সামাজিক উন্নয়নের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। নারীদের উন্নয়নে ভূমিকা রাখায় ৩য় BIFA Award এ এইবার প্রথমবারের মতো “Best Women Personality Of The Year 2024” পুরষ্কারে ভূষিত হন আরিয়া ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর তানিয়া।
এ নিয়ে ৩ বছর ধরে দেশসেরা গুণীদের পুরস্কার দিয়ে আসছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা)। এবার তৃতীয় আসরে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে।
এছাড়াও পপুলার ও জুরি- এ দুই বিভাগে চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, ব্যবসায়ীসহ মোট ৪৫টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়েছে। পুরস্কার প্রদানের পাশাপাশি অনুষ্ঠানে ছিল জনপ্রিয় তারকাদের নাচ ও গানের পরিবেশনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও উপমহাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী রুনা লায়লাসহ বিনোদন জগতের অনেক তারকা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।