আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের ঘিওর উপজেলার বরটিয়া ইউনিয়নে এক হাজার পাঁচজন হতদরিদ্র, অসচ্ছল ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) বিকেলে বরটিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সালাউদ্দিন মাহমুদ জাহিদ এমপির উপস্থিতিতে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার বিতরণ করেন ৫নং বড়টিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামছুল হক মোল্লা রওশন।
উপস্থিত ছিলেন ইউনিয়ণ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ ইউপি সদস্যগণ।
এ সময় অসচ্ছল ব্যক্তিদের হাতে ঈদ উপহার হিসেবে ১০ কেজি চাল তুলে দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।