আকাশ চৌধুরী, বিশেষ প্রতিনিধি : আজ ২৮ এপ্রিল ২০২৪ সকাল ০৭.৫০ ঘটিকার সময় হরিরামপুর থানাধীন আন্ধারমানিক ঘাটে পদ্মা নদীতে নাঈম (১২) নামের এক কিশোরের মৃতদেহ পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার চর বালিরটেক এলাকার মৃত এলাহীর ছেলে নাঈম (১২) আন্দারমানিক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় হেফজ বিভাগে পড়তো।
মাদ্রাসার মোটর নষ্ট হওয়ায় গত ইং ২৭/০৪/২৪ তারিখ ভিকটিম আছরের নামাজ পড়ার পর নদীতে গোসল করতে গিয়ে ঘাট থেকে নদীতে পড়ে গিয়ে তার মৃত্যু ঘটে বলে ধারণা করা হচ্ছে।
উক্ত ঘটনায় পাটুরিয়াঘাট নৌ পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে: লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের কার্যক্রম শুরু করেছে নৌ পুলিশ পাটুরিয়া।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।