লক্ষ্মীপুর প্রতিনিধি: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ করেছে লক্ষ্মীপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও উপজেলা কাপড় দোকান শ্রমিক ইউনিয়ন।
বুধবার (১ মে) সকালে লক্ষ্মীপুর শহরের আলিয়া মাদ্রাসার সামনে থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে শ্রমিক নেতারা তাদের বক্তব্যে বলেন, শ্রমিকদের ঘামের টাকায় রাষ্ট্রের চাকা ঘুরছে কিন্তু শ্রমিকরা সব জায়গায় অবহেলিত, একজন শ্রমিকের মৌলিক অধিকার বঞ্চিত এ বিষয়ে রাষ্ট্রও কোনো পদক্ষেপ নেয় না। শ্রমিক দিবস আসলে আমরা সকলেই শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলি। কিন্তু আজ পর্যন্ত শ্রমিকদের যথাযথ অধিকার দেওয়া হয় না।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।