সারা দেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৩ জুন রোববার সকালে র্যালী, আলোচনাসহ বিভিন্ন কর্মসূচিরর মাধ্যমে দিবস উদযাপিত হয়েছে।
দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলার দলীয় শাখা কার্যালয়ে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
আয়োজিত কর্মসূচিতে আলোচনা সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার, নজিপুর পৌরসভা মেয়র রেজাউল করিম, চৌধুরি, জেলা পরিষদ সদস্য আজাদ রহমান, বাবু অরুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ (রাহাত), তৃনমূল পর্যায়ের নেতা কর্মী ও সুধিজন প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।