নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া দরিদ্রদের জন্য উপহারের ঘর দখল করেছেন স্থানীয় প্রভাবশালী একটি মহল। তাদের কবল থেকে দিনমজুর, নারী এমনকি মুক্তিযোদ্ধাও রক্ষা পায় নি বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের হযেছে।
উপজেলার রামরামপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা (৪ নং ব্যারাকের ২ নং রুম) এর সমীর উদ্দীন বলেন, আমি একজন অসহায় গরীব মানুষ। বিভিন্ন মানুষের খাবারের হোটেলে কাজ করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে আমার হাতে ঘরের চাবিটি দিয়েছিলেন ১৯৯৮ সালে। এরপর শান্তিতে বসবাস করছিলাম। এই ঘরটি ছাড়া আল্লাহর দুনিয়ায় এক ফোটা জায়গা-জমি নেই। সেই ঘরটি তিলনা থেকে আসা মামুর উদ্দীন দখল করে নিয়েছেন। তিন একজন ধনী ব্যক্তি। স্থানীয় প্রভাবশালীদের সাথে তার উঠাবসা রয়েছে।
তিনি আরো বলেন, উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিয়ে মেলে না কোনো প্রতিকার। এখন বিধবা মাকে নিয়ে মানুষের জমিতে রয়েছি। শুনছি আমার লিজ বাতিল করে ঘরটি অন্য কাউকে দিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ।
মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জানান, আমার ঘরটি জোর করে দখল করেছেন অভিযুক্তরা। উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিয়ে মেলেনি প্রতিকার। তিনি অভিযোগ করেন, আবেদন জমা দিলে অফিস কর্তৃপক্ষ মাঝে মধ্যে তারা গ্রহণের কপি (রিসিভ কপি) দেন না। অভিযুক্ত মামুর উদ্দীন এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ হোসেন জানান, উপজেলা টাস্কফোর্স কমিটির সিধান্তে যা হবে, তাই করা হবে। লিজ বাতিল করার বিষয়টি প্রমানসহ কাগজ কলমের ব্যাপার। ইউএনও আরো বলেন, ঘর কেন ছেড়েছেন তারা, এটি তাদের সাথে কথা বলে প্রধানমন্ত্রীকে জানানো হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।