শেরপুর জেলার নতুন সিভিল সার্জন হিসেবে পদায়ন পেয়েছেন শেরপুর জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ জসিম উদ্দিন। এর আগে তিনি ২৫০ শয্যাবিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গত ২৭ জুন বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ শাখার সহকারী সচিব এম. কে. হাসান জাহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ডা. মুহাম্মদ জসিম উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়। এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ডা. মুহাম্মদ জসিম উদ্দিনকে তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে, বলা হয় বিজ্ঞপ্তিতে। শেরপুর জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালনের আগে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি সুনামের সাথে। উল্লেখ্য, বর্তমান দায়িত্বরত সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) হিসেবে বদলি করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।