জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক এস.এ. জিন্নাহ কবিরের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপি ও শিবালয় উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ও টেপড়া বাসস্ট্যান্ডে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন উলাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আওয়াল খান শিবালয় ইউনিয়ন বিএনপির সভাপতি, সিরাজুল ইসলাম, বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার মাসুদুর রহমান প্রিন্স, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মিয়া্ শিবালয় উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মাদ হোসেন, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক শহিদুল ইসলাম উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আওরঙ্গ জেব, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সুমন দেওয়ান শাকিবসহ প্রায় ৫০০ শতাধিক নেতাকর্মী।
এসময় মানববন্ধনে উপস্থিত বক্তারা দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।