dailynobobarta logo
ঢাকাসোমবার , ১৪ আগস্ট ২০২৩
 1. অন্যান্য
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. খেলাধুলা
 5. গণমাধ্যম
 6. ধর্ম
 7. প্রযুক্তি
 8. বাংলাদেশ
 9. বিনোদন
 10. বিশেষ নিবন্ধ
 11. লাইফস্টাইল
 12. শিক্ষা
 13. শিক্ষাঙ্গন
 14. সারাদেশ
 15. সাহিত্য

ক্যারিবীয়দের বিপক্ষে ভারতের সিরিজ হার

স্পোর্টস ডেস্ক
আগস্ট ১৪, ২০২৩ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

ক্যারিবীয়দের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুইটি হেরে সিরিজ থেকে ছিটকে গিয়েছিল ভারত। সেখান থেকে পরবর্তী দুই ম্যাচ জিতে সমতায় ফেরে হার্দিক পান্ডিয়ার দল। হারের ব্যবধান কমালেও সিরিজ বাঁচাতে পারেনি ভারত। রোববার সিরিজ নির্ধারণী ম্যাচে ৮ উইকেটে হেরে গেছে ক্যারিবীয়দের কাছে। এর মধ্যে দিয়ে ১৭ বছর পর পেল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ হারের লজ্জা।

গতকাল রোববার (১৩ আগস্ট) মার্কিন যুক্তরাষ্ট্রের লডারহিলে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬৫ রান তুলেছিল ভারত। জবাবে ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৮ উইকেটের জয়ে ৩-২ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় ক্যারিবীয়রা।

১৬৬ রানের মাঝারি সংগ্রহের বিপরীতে ব্যাটিংয়ে নেমে প্রত্যাশিত শুরু করতে পারেনি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ১২ রানের মাথায় কাইল মায়ার্সের উইকেট হারায় দলটি। ৫ বলে ১০ রান করে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। এরপরই ব্রেন্ডন কিং ও নিকোলাস পুরান মিলে দুর্দান্ত ১০৭ রানের জুটি গড়ে দলকে জয়ের ভিত গড়ে দেন।

১১৯ রানের মাথায় পুরাণ বিদায় নিলেও শাই হোপ-ব্র্যান্ডন জুটিতে জয় পেতে সমস্যা হয়নি ক্যারিবীয়দের। ৫৫ বলে ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলেন ব্র্যান্ডন। আর পুরাণ খেলেন ৩৫ বলে ৪৭ রানের অনবদ্য ইনিংস। এতেই জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ৬ রানের মাথায় যশস্বী জসওয়ালের বিদায়ে প্রথম ধাক্কা খায় ভারত। ৪ বলে ৫ রানের বেশি করতে পারেননি এই ব্যাটার। এরপর সুর্যকুমার যাদবকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন শুভমান গিল। তবে তাদের সেই চেষ্টাও সফল হয়নি। দলীয় ১৭ রানের মাথায় ৯ বল থেকে ৯ রান করে ফেরেন শুভমান।

তার বিদায়ের পর অবশ্য কিছুটা প্রতিরোধ গড়ে ভারত। তিলক ভার্মা ও যাদবের ব্যাটে ভর করে চাপ সামাল দেয় টিম ইন্ডিয়া। দলীয় ৬৬ রানের মাথায় ফেরেন ১৮ বলে ২৭ রান করা তিলক। এরপর সানজু স্যামসন ও সুর্যকুমার মিলে ফের জুটি গড়েন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ২০০ পেরোনো লক্ষ্য দাঁড় করাতে পারেনি ভারত। শেষমেশ ৯ উইকেট হারিয়ে স্কোবোর্ডে ১৬৫ রানের বেশি জড়ো করতে পারেনি সফরকারীরা।

স্পোর্টস ডেস্ক
+ posts

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।