মানিকগঞ্জের ঘিওরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ৯ (নভেম্বর) দুপুরে উপজেলার পয়লা ইউনিয়নের বড়বিলা গ্রামের আব্দুস সামাদের বাড়ি থেকে হযরতের আলীর বাড়ি পর্যন্ত অর্ধ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। ইউনিয়ন পরিষদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই রাস্তাটি নির্মাণ হবে।
রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ১নং পয়লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ হারুন-অর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো: সানোয়ার হোসেন, পয়লা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আমিরুল ইসলাম অভি প্রমুখ।
এ সময় ইঞ্জিনিয়ার মোঃ হারুন অর রশিদ বলেন, এলাকাবসীর দীর্ঘদিনের দাবীর পরিপ্রেক্ষিতে এই রাস্তাটি অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণ করা হচ্ছে। রাস্তাটি নির্মিত হলে গ্রামবাসীর চলাচলের পথ সুগম হবে।
মন্তব্য করুন