সিকৃবি প্রতিনিধি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ছাত্রলীগ-সমর্থিত শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় অন্তত ১০জন অহত হওয়ার খরব পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১টা দিকে শুরু হওয়া এই সংঘর্ষে ছাত্রদলের দুজন নেতা সহ অন্তত ছয়জন আহত হন।
প্রত্যক্ষদর্শীদের মতে, শুক্রবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উপলক্ষে ছাত্রদল নেতাকর্মীরা ফটকের সামনে ব্যানার সাঁটাচ্ছিলেন। অভিযোগ ওঠে যে, কিছু ছাত্রলীগ-সমর্থিত শিক্ষার্থী সেসব ব্যানার ছিঁড়ে ফেলে।
এই ঘটনার জেরে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয়, যার পর বহিরাগত এক ছাত্রদল নেতা স্থানীয় কিছু যুবককে নিয়ে এসে বিশ্ববিদ্যালয় হলে থাকা শিক্ষার্থীদের ধাওয়া দেন। পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় সংঘর্ষে রূপ নেয়।
এ সময় সেনাসদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ছাত্রদল নেতা আবু সাঈদ জানান, বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হওয়ার পর তারা ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের স্বাগত জানাতে ব্যানার সাঁটানোর উদ্যোগ নিয়েছিলেন।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোজাম্মেল হক বলেন, ‘যতুটুকু শুনেছি ক্যাম্পাসের দুটি ফটকে ব্যানার লাগায় ছাত্রদলের নেতাকর্মীরা। কে বা কারা সেই ব্যানার ছিড়ে ফেলে। এ নিয়ে সংঘর্ষের সূত্রপাত। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’
জানা গেছে, কৃষি গুচ্ছ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদল ক্যাম্পাসের প্রধান দুই ফটকে তাদের দলীয় ব্যানার টানায়। কিন্তু কে বা কারা সেই ব্যানার ছিঁড়ে ফেললে এ থেকে কথা কাটাকাটি এবং সংঘর্ষের সূত্রপাত ঘটে। এদিকে এ ঘটনায় শিক্ষার্থীরা প্রক্টরের পদত্যাগ চেয়ে ক্যাম্পাসের দ্বিতীয় গেটের সামনে সড়কে অবস্থান নেয়।