dailynobobarta logo
আজ মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

মানিকগঞ্জের ঘিওরে জাতীয় শোক দিবস পালিত

প্রতিবেদক
আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি
মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩ | ৪:০৬ অপরাহ্ন
মানিকগঞ্জের ঘিওরে জাতীয় শোক দিবস পালিত

আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলা আওয়ামী লীগ অফিসে মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে আলোচনাসভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। ঘিওর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম মিয়া মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য, আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান আলাই এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু মো: তায়েবুর রহমান টিপু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: ইকরামুল ইসলাম খবির, মো: আতোয়ার রহমান, ভিপি শামীম, সাংগঠনিক সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, জেলা যুবলীগের আহ্বায়ক মোঃ আব্দুর রাজ্জাক রাজা, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো: জিয়াউল হক জিয়া, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ বাবুল বেপারী, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরীফ, কৃষকলীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক ভিলু, শ্রমিক লীগের সভাপতি মো: সানোয়ার হোসেন, বড়টিয়া ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মোঃ আব্দুল হাই প্রমুখ।

এসময় এমপি দুর্জয় বলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেতাম না। আমরা কেউ স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশ স্বাধীন করায় আজ আমি এমপি হওয়ার সুযোগ পেয়েছি, আপনাদের সামনে দাঁড়িয়ে উন্নয়নের কথা বলতে পারছি। যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃতিত্বকে অস্বীকার করে, তারা বাংলাদেশি হতে পারে না, তারা রাজাকার, জামায়েত-শিবির ও পাকিস্তানের পক্ষের লোক।

স্বাধীনতাবিরোধী পাকিস্তানের দোসররা এখনও এ দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করতে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্যে আগামী সংসদ নির্বাচনে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তবেই এদেশের মঙ্গল।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com