সাভারে চলচ্চিত্রাভিনেতা ডিপজলের শুটিং স্পটে টানা কয়েকদিন শুটিং করার পর ১৫ আগস্ট শেষ হলো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুনাফিক’ এর সম্পূর্ণ শুটিং। ইভান মল্লিক পরিচালিত এই সিনেমায় জুটিবেঁধে অভিনয় করলেন চিত্রনায়ক আফফান মিতুল এবং নবাগতা চিত্রনায়িকা শারমিন শীতল। কাকতালীয়ভাবে মিতুল ও শীতল দুইজনই ‘মুনাফিক’ সিনেমায় স্বনামে অভিনয় করেছেন।
এতে আরো অভিনয় করেছেন দুইজন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ এবং সালমান শাহ’র সিনেমা ‘প্রেম পিয়াসী’ খ্যাত নির্মাতা রেজা হাসমত। “মুনাফিক” চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন সাইফ খান, কেয়া, জ্যাকি আলমগীর, উত্তম অধিকারী, আইরিন অধিকারী, সীমান্ত এবং ইভান মল্লিকসহ আরো অনেকেই।
সিনেমার গল্পে দেখা যাবে- শীতল ভালোবাসে মিতুলকে। এদিকে শীতলের বাবা কাজী হায়াৎ অন্যত্র বিয়ে ঠিক করায় শীতল নিজ মায়ের সহযোগিতায় মিতুলের সাথে পালিয়ে তাকে বিয়ে করে। একসময় মিতুল ও শীতল ঘটনাক্রমে এক মুনাফিকের কবলে পড়ে। তখন ঘটনা অন্যদিকে মোড় নেয়। এভাবেই এগিয়ে যায় সিনেমাটির গল্প।
সিনেমাটি প্রসঙ্গে চিত্রনায়ক আফফান মিতুল বলেন, ‘এর আগে আমি ১৪টি সিনেমায় অভিনয় করলেও এই মুনাফিক সিনেমার মাধ্যমে দর্শক আমাকে অ্যাকশন হিরো হিসেবেও প্রথমবার দেখতে পাবেন। এই সিনেমার প্রয়োজনে আমাকে কঠিন কঠিন ফাইট দৃশ্যে অভিনয় করতে হয়েছে, এটা আমার ফিল্মি ক্যারিয়ারে প্রথমবার হলো, এর আগে অ্যাকশন দৃশ্যে অভিনয় করিনি। সিনেমাটি নিয়ে আমার প্রত্যাশা অনেক। নায়িকার সাথে আমার রোমান্টিক গানটাও আশা করি সবাই পছন্দ করবে। নির্মাতা ইভান মল্লিক ভাই কোথাও কোন ছাড় দেয়নি।’
আফফান মিতুল একাধিক সিনেমা নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন। চলতি বছর রোজার ঈদে সিনেমাহলে মুক্তি পেয়েছে আফফান মিতুল অভিনীত সিনেমা ‘আদম’। সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেলো তাঁর আরো একটি সিনেমা ‘ময়না’। এই সিনেমাটি প্রযোজনা করেছেন জাজ মাল্টিমিডিয়া, এতে আফফান মিতুল নায়িকা হিসেবে পেয়েছেন রাজ রিপাকে। বর্তমানে মিতুল অভিনয় করছেন ‘আগুনের পাখি’, ‘ব্যাচেলর ইন ট্রিপ’, ‘স্বপ্নের ফেরিওয়ালা’ শিরোনামের সিনেমাগুলোতে নায়ক চরিত্রে।
চুক্তিবদ্ধ হয়েছেন বেহুলা, হুর, আজিরন বেওয়া, বলিউডের সিনেমা ‘সুইং’ এ। খুব শিগগিরই মিতুল অভিনীত সিনেমা ‘নিশ্চুপ ভালোবাসা’ মুক্তি পাবে। এতে মিতুলের বিপরীতে জুটিবদ্ধ হয়েছেন ‘জি হুজুর’ সিনেমা খ্যাত নায়িকা সারা জেরিন। এদিকে, ৩১ আগস্ট দীপ্ত প্লে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে আফফান মিতুল অভিনীত ওয়েব ফিল্ম ‘অপলাপ’। মোহাম্মদ আলী মুন্না পরিচালিত এই ওয়েব ফিল্মে আরো অভিনয় করেছেন চিত্রনায়িকা নিপুণ, চিত্রনায়ক রোশান, ইমতিয়াজ বর্ষণসহ আরো অনেকেই।