dailynobobarta logo
আজ বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ খায়রুল আলম অপসারণের দাবীতে মানববন্ধন

প্রতিবেদক
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩ | ৩:০৬ অপরাহ্ন
মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ত্রিশ বছর পুরনো ২১টি গাছ কেটে ফেলাসহ অনিয়ম, দুর্নীতি, উদাসীনতা, ও একনায়কতন্ত্রের, প্রতিবাদে (ভারপ্রাপ্ত) ডাঃ খায়রুল আলমের বিরুদ্ধে মানববন্ধন ও মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর বরারব স্বারকলিপি প্রদান করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মাটিরাঙ্গা উপজেলা শাখা। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১১ দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মাটিরাঙ্গা উপজেলা শাখার সদস্যসচিব এডভোকেট আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় ও উপজেলা শাখার আহবায়ক কেফায়েত উল্ল্যাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্বা সংসদ খাগড়াছড়ি জেলা শাখার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হানিফ হাওলাদার।

বক্তরা বলেন- পরিবেশ বিনাশকারী ও নানা অনিয়মে জর্জরিত এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির দীর্ঘ একযুগ ধরে দায়িত্বে থাকা (ভারপ্রাপ্ত) ডাঃ খায়রুল আলম বিভিন্ন অনিয়ম, দুর্নীতিতে গোয়ালঘরে পরিনিত করে রেখেছে, এক নায়কতন্ত্রে নিজের মনগড়া মত পরিচালনা করছেন, উর্ধতন কোন কতৃপক্ষের অনুমতি ও নিয়ম নীতি অনুসরন না করে হাসপালের ভিতরে থাকা ত্রিশ বছরের পূরনো গাছ গুলো কেটে পরিবেশ ধংস করে যে প্রমান তিনি দিয়েছেন তা অত্যান্ত দুংখ জনক। তাই অনতিলম্বে (ভারপ্রাপ্ত) ডাঃ খায়রুল আলম কে ২৪ ঘন্টার মধ্যে অপসারন সহ দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন।

বক্তরা আরোও বলেন- হাসপাতালের রোগীর ওয়ার্ড গুলোতে দুর্গন্ধে বমি চলে আসে, অস্বস্তিতে থাকেন রোগীদের সাথে আসা লোকজন, বর্হিবিভাগের বাথরুম ও রোগীদের ব্যহারিত বাথরুম গুলো অনেক আগেই ব্যবহারের অনুপযোগি হয়ে আছে, রোগীদের বাথরুম ব্যবহার করতে বাহিরে যেতে হয়, ডাস্টবিন বিন গুলো দুর থেকে দেখলে মনে হয় উচু পাহাড়, দুর্গন্ধে হাসপাতালের চারপাশে চলাফেরা করাটাই দুর্সাধ্য।

এসময় আরো বক্তব্য রাখেন- খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্বা সংসদের সাংগঠনিক কমান্ডার সালামত উল্লাহ মাষ্টার, বীরমুক্তিযোদ্বা ডাঃ হানিফ মজুমদার, মাটিরাঙ্গা সাংবাদিক ফোরামের সভাপতি আলী হোসেন, সমাজকর্মী আমান উল্যাহ ভূইয়া, সমাজকর্মী অদুদ তালুকদার, উপজেলা শাখার বাপা’র সহসভাপতি আবু রাসেল সুমন, সমাজকর্মী আবদুল আল মামুন, মোঃ সালাউদ্দিন প্রমুখ।

পরে উপজেলা নির্বাহী অফিসারে মাধ্যমে মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর বরাবরে স্বারক লিপি প্রধান করা হয়।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com