আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওর উপজেলার বরটিয়া ইউনিয়নের করজনা বাজারে আটককৃত সন্ত্রাসীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকার চারটি গ্রামের নারী-পুরুষ।
সোমবার ২১ আগস্ট করজনা বাজার এলাকায় বিকেলে তারা এই মানববন্ধন করেন। এ সময় তারা “সন্ত্রাস নয় শান্তি চাই- চাঁদাবাজ মুক্ত সমাজ চাই” বলে স্লোগান দিতে থাকে।
এলাকার চিহ্নিত সন্ত্রাসী, সুনজ, শাজাহান ও বিধানের অত্যাচারে এলাকার শান্তিপ্রিয় জনসাধারণ আজ অতিষ্ঠ। এ সময় করজনা, আগুনপুর, বহলাকোল, বাথন্ড গ্রামের শত শত নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।
এ সময় সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে বক্তব্য রাখেন ৯ নং ওয়ার্ডের সাবেক যুবলীগের সভাপতি বাচ্চু রানা, মোঃ লুৎফর রহমান, সেন্টু মিয়া, রাসেল মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য স্থানীয় এক কিশোরকে মিথ্যে চুরির অপবাদে সুনজ, শাজাহান ও বিধান মারধর করে। এতে এলাকাবাসী বাদী হয়ে ঘিওর থানায় একটি অভিযোগ দায়ের করে। রবিবার সন্ধ্যায় জেলা ডিবি পুলিশ তাদের আটক করে থানায় সপর্দ করে। এ ব্যাপারে ঘিওর থানা অফিসার ইনচার্জ মো: আমিনুর রহমান জানায় অভিযুক্তদের কোর্টে প্রেরণ করা হয়েছে।