শ্রীলঙ্কার হাম্বানটোটায় আজ শুরু হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের ওয়ানডে সিরিজ। এশিয়া কাপের আর এক সপ্তাহের মতো বাকি আছে। মূলত তিন ম্যাচের এই সিরিজকে এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে বেছে নিয়েছে দুই দল। হাম্বানতোতায় অনুষ্ঠিত প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে আফগানদের স্পিন ভেলকিতে বাবর আজমরা যেন দাঁড়াতেই পারলেন না। ৪৭.১ ওভারে ২০১ রানে অলআউট হয়ে গুটিয়ে যায় বাবররা।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান পেসার হারিস রউফের বোলিং তোপে ৫৯ রানে অলআউট হয়ে যায় আফগানরা। এতে সিরিজের প্রথম ম্যাচে ১৪২ রানের জয় পায় পাকিস্তান। এদিন আগে ব্যাট করতে নেমে ৭ রানেই পাকিস্তান হারায় টপ অর্ডারের দুই ব্যাটারকে।ওপেনার ফখর জামান ২ রান করে আউট হন। তিনে নামা অধিনায়ক বাবর আজম আন্তর্জাতিক ক্যারিয়ারে ষষ্ঠ গোল্ডেন ডাকের স্বাদ পান। ওপেনার ইমাম উল হক চারে নামা ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ওই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। রিজওয়ান ফিরে যান ২২ বলে ২১ রান করে।
পাঁচে নামা আগা সালমানও ব্যর্থ হন। করেন ৭ রান। তিনি ফিরলে ৬২ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান। পরে ছয়ে নামা ইফতিখার আহমেদ ও ওপেনার ইমাম উল জুটি গড়েন। তারা ৫০ রান যোগ করেন। ইফতিখার ফিরে যান ৪১ বলে ৩০ রান করে। এরপর আউট হন ইমাম উলও। তিনি দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন। ৯৪ বলের মুখোমুখি হন।
পরে শাদাব খান ৫০ বলে তিন চারের শটে ৩৯ রান যোগ করলে ও নাসিম শাহ শেষ দিকে ১৮ রানের ইনিংস খেললে দুইশ’ রান পার করে পাকিস্তান। শেষ পর্যন্ত ৪৭.১ ওভার ২০১ রানে অলআউট হয় বাবররা। বল হাতে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন মুজিব। এছাড়া নবী ও রশিদ খান নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নেন রহমত শাহ ও ফারুকী।
২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান পেসারদের সামনে দাড়াতেই পারেননি আফগান ব্যাটাররা। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ১৮ আর সাত নম্বরে নামা আজমতউল্লাহ ওমরজাই করেন ১৬ রান। আফগান ব্যাটারদের মধ্যে এই দুজনই কেবল দুই অংক ছুঁতে পেরেছেন। চারজন আউট হয়েছেন শূন্য রানে। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ৫৯ রানে অলআউট হয় আফগানিস্তান। পাকিস্তানের হয়ে বল হাতে বিধ্বংসী হারিস রউফ সর্বোচ্চ ৫টি উইকেট নিয়েছেন।
হাম্বানটোটায় ১৪২ রানের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ২৪ আগস্ট।